Khoborerchokh logo

নান্দাইলে হিন্দু সম্প্রদায়ের দেবোত্তর সম্পত্তি জোর পূর্বক দখলের অভিযোগ 293 0

Khoborerchokh logo

নান্দাইলে হিন্দু সম্প্রদায়ের দেবোত্তর সম্পত্তি জোর পূর্বক দখলের অভিযোগ

কামাল হোসেন:
 ময়মনসিংহ জেলাদিন  নান্দাইল উপজেলার জাহাঙ্গীরপুর ইউনিয়নের রায়পাশা কালীর বাজার সংগ্লন্ন  হিন্দু সম্প্রদায়ের দেবোত্তর সন্পত্তি জোর পূর্বক স্হানীয় ভূমি দস্যুরা জবর দখল করেছে যা দেখার কেউ নেই । এবিষয়ে হিন্দু সম্প্রদায় সহ স্থানিয় লোক জনের মাঝে চাপা খোপ বিরাজ করছে। প্রানতোষ বিশ্বাস উরফে পরিতোষ বাদী হয়ে বিজ্ঞ জেলা জজ আদালত, ময়মনসিংহে একটি মামলা দায়ের করেন মামলা নং-১৬৪/২০২০ইং ।সরজমিন পরির্দশন ও স্থানীয় লোকজন নাম প্রকাশে অনইচ্ছুক জানায়, সাবেক ইউনিয়ন পরিষদের সদস্য  মো.আব্দুর রাশিদের নেতৃত্বে কতিপয় দূঃস্কৃতিকারী এক একর বায়ান্ন শতাংশ মন্দিরের জমি দখল করে । পরর্বতীতে স্হানীয় সাংসদ উক্ত জমিতে একটি ঘরের নির্মান কাজ উদ্বোধন করলে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের মাঝে আতংক বিরাজ করছে।
অপর দিকে স্থানিয় একাদিক সূত্র থেকে জানায় বাজার উন্নয়নের নামে এটি দখল করে যা মন্দিরের ওয়াকফ্ কৃত জায়গা। তাই সকল মহলের দাবি দখল কৃত জায়গা অনতিবিলম্বে উদ্বারের জন্য জোর দাবি জানান ।


সম্পাদকঃ আলমগীর কবীর, ব্যাবস্থাপনা সম্পাদকঃ মনিরুজ্জামান। উপদেষ্টা সম্পাদক পরিষদঃ শাহিন বাবু । অস্থায়ী কার্যালয়ঃ নাওজোড়, বাসন, গাজীপুর মেট্রো পলিটন, গাজীপুর।
যোগাযোগঃ ০১৭১১৪২১৪৫১, ০১৯১১৮৮৯০৯৩, ই-মেইলঃ khoborersomoy24@gmail.com, web: www.khoborersomoy.com